শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ১০:২৫ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল্যান্ডসের বিরুদ্ধেও জয় পেলো বাংলাদেশ নারী দল

শিউলী আক্তার : সামনেই আছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৬১ রানের হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস নারী দলকে ৬৫ রানে হারিয়ে প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিচ্ছে টাইগ্রেসরা।

নেদারল্যান্ডসের আমস্টারডামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সানজিদা ইসলাম ও আয়েশা রহমান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৬৪ রান। ৩৫ রান করে আয়েশা ফিরলে ভেঙে যায় জুটি।

একটু ধীর গতিতে খেলেন সানজিদা। দ্বিতীয় উইকেটে নিগার সুলতানার সাথে ৩৭ রানের জুটি গড়ে বিদায় নেয়ার আগে তিনি করেন ৩৯ রান। তার ইনিংসে ছিল ৪টি চারের মার। রিতু মণিকে সাথে নিয়ে ইনিংস শেষ করে ফেরেন নিগার।

শেষ দিকে দ্রুত রান তোলেন রিতু। তার ব্যাট থেকে আসে ১৪ বলে অপরাজিত ২৩ রান। ২টি চারের সাহায্যে এই রান সংগ্রহ করেন তিনি। নিগার করেন ২৩ রান। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের মেয়েদের নামের পাশে সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে ১৩৫ রান।

বাংলাদেশি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৭০ রানে থেমে যায় নেদারল্যান্ডসের ইনিংস। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্টেরি ক্যালিস। এছাড়া ১৬ রান আসে হিথার সিজারের ব্যাট থেকে। বাংলাদেশ ৬৫ রানের জয় পায়।

বল হাতে মাত্র ১১ রান দিয়ে চার উইকেট তুলে নেন নাহিদা আক্তারর। ফাহিমা খাতুন শিকার করেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শায়লা শারমিন ও জাহানারা আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়