শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে ‘চোর’ বলে দেশটি থেকে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রত্যাহারে ট্রাম্পের প্রস্তাব নাকচ করলো ইউএস চেম্বার

রাশিদ রিয়াজ : বহু বছর ধরে চীন যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতি করেছে এমন মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের কোম্পানিগুলোকে বেইজিংয়ের বিকল্প বাজার খুঁজতে বলেছেন। শুক্রবার টুইটারে দেওয়া পোস্টে এমন আহ্বান জানান তিনি। ট্রাম্প বলেন, চীন বছরে যুক্তরাষ্ট্রের কয়েকশ বিলিয়ন ডলারের বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করেছে। তারা এ কাজ অব্যাহত রাখতে চায়। কিন্তু আমি এটা হতে দিতে পারি না। চীনকে আমাদের প্রয়োজন নেই। সত্যি বলতে তাদের ছাড়াই আমরা অনেক ভালো থাকতে পারি। বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে তারা যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন ও চুরি করেছে। তাদের অবশ্যই এটা বন্ধ করতে হবে। মার্কিন কোম্পানিগুলোকে তাৎক্ষণিকভাবে চীনের বিকল্প খোঁজার নির্দেশ দেন। সিএনএন

তবে ইউএস চেম্বার অব কমার্স ট্রাম্পের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে উভয়পক্ষকে বাণিজ্য মনোমালিন্য কমিয়ে যথাশীঘ্র সমঝোতায় যাওয়ার পরামর্শ দিয়েছে। চেম্বারের নির্বাহী সহ-সভাপতি মাইরন ব্রিলিয়ান্ট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা ভাগ করে নিয়ে বলছি আমরা বিশ^াস করি চীনের সঙ্গে বাণিজ্য মতপার্থক্য দূর করতে তিনি গঠনমূলক ও সঠিক পদক্ষেপ নিবেন। কারণ এটি সময়ের দাবি এবং আমরা চাইনা বাণিজ্য নিয়ে দুটি দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি হোক। মার্কিন গাড়ি কোম্পানি ফোর্ডের তরফ থেকে চীনের সঙ্গে বাণিজ্য সংঘাত দূর করতে পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফেডএক্স, আমাজন.কম, ইউপিএস ও ইউএস পোস্টাল সার্ভিসকে যুক্তরাষ্ট্রে কোনো চীন পণ্য পরিবহনে অস্বীকৃতির জন্যে আহবান জানান। যদিও গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের অর্থ উপদেষ্টা ল্যারি কাডলো বলেন, দুটি দেশের মধ্যে গত ১৪ মাস ধরে চলে আসা বাণিজ্যিক মতপার্থক্য কমে আসার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়