শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে মার্কিন কোম্পানিগুলোকে ফিরে আসার নির্দেশ দিয়েছেন ট্রাম্প

সালেহ্ বিপ্লব : দুই বৃহৎ শক্তির বাণিজ্যযুদ্ধ নতুন করে জোরদার হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চীনের কিছু পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন। কদিন চুপ থেকে জবাব দিলো চীন। বললো, তারাও মার্কিন পণ্যে নতুন করে শুল্ক বসাবে। ব্যস, ক্ষেপে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনে যে সব আমেরিকান কোম্পানি কাজ করছে, তাদের ফিরে আসার নির্দেশ জারি করে দিলেন।  আর তাতেই ধাক্কা লেগেছে পুঁজিবাজারে, সূচকের পতন ঘটে এরই মধ্যে। বিবিসি

তবে বেসরকারি খাতের বিনিয়োগকারিদের এভাবে ফিরে আসার কতোটা এখতিয়ার আছে বা কোন এখতিয়ার বলে ডোনাল্ড এই নির্দেশ দিলেন, তা এখনো স্পষ্ট করেনি হোয়াইট হাউস। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৭৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর চীনের ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। সেই ব্যবস্থা নেয়ার অংশ হিসেবেই তিনি তার দেশের যে কোম্পানিগুলো এতোদিন ধরে চীনে বিনিয়োগ করে আসছে, তাদের সেদেশ ছেড়ে আসার নির্দেশ দিলেন।

টুইটে ট্রাম্প চীনে কর্মরত মার্কিন কোম্পানিগুলো নতুন জায়গা খুঁজতে বলেছেন। সুবিধাজনক অন্যন্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও কিছু কারখানা রিলোকেট করার কথাও বলেছেন।

ট্রাম্পের এই ঘোষণার পর শেয়ারমার্কেটে অস্থিরতা শুরু হয়েছে। ডাও জোনস-এর সূচক ৬২০ পয়েন্ট নেমে গেছে। একইভাবে প্রভাব পড়েছে লন্ডন ও জার্মানীর বাজারে। তবে এই টালামাটালে আপাতত ভ্রূক্ষেপ করছে না আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেই দিয়েছেন, ‘আমাদের দরকার নেই চীনকে। তাদের ছাড়াই ভালো থাকবো আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়