শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা

নুরুল আলম, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর হাসপাতাল) সড়কের বেহাল দশা বিরাজ করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যাতায়াত করা দুস্কর হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে জমে থাকে পানি। এতে করে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে আগত রোগী, চিকিৎসক, জনসাধারণ ও শিক্ষার্থীদের।

জানা গেছে, হাসপাতাল গেইট থেকে বিশ্বরোড় পর্যন্ত সড়কের ১৫শ মিটার অবস্থা একেবারে নাজুক। অনেক রোগী বিশ্বরোড় দিয়ে বাস, লেগুনাসহ বিভিন্ন পরিবহন যোগে এসে সড়কে মুখে নামার পর হেঁটে যেতে অনেক কষ্ট করতে হয়। এছাড়া শাহ কালা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, হাসপাতালের চিকিৎসক, রোগী ও এলাকার জনসাধারণ নিত্য চলাচল করেন। উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত এই সড়ক।

ভুক্তভোগীরা জানান, কাদা মাটি দিয়ে মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের খুব কষ্ট করতে হয়। সড়কটি কার্পেটিংয়ের জোর দাবী জানান তারা।
হজ্ব পালনে সৌদি আরব থাকায় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই বিষয়ে মিরসরাই উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়