শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৬ হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আমিন মুনশি : সৌদি আরবের মক্কায় হজ পালনে আসা বাংলাদেশি হাজিদের যেন ভোগান্তির শেষ নেই। বাংলাদেশ সরকার প্রতি বছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে হজে যাওয়া বাংলাদেশি হাজিদের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করলেও কিছু বেসরকারি হজ এজেন্সির অনিয়ম ও দুর্নীতির কারণে হাজিরা হচ্ছেন প্রতারিত।-এনটিভি

এ বছর বাংলাদেশ থেকে মা আম্বিয়া ও এম তাইব্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে হজ পালনে যাওয়া ৪১৬ জন হাজি ওই দুই এজেন্সির বিরুদ্ধে অসহযোগিতায় এবং অবহেলার অভিযোগ করেছেন। মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্যমতে, এখন পর্যন্ত ৫৬টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজিরা হজ পালনে আসার আগে হজযাত্রীদের ভিসা বুকিং দেয়ার সময় এজেন্সির মালিকরা কাবা ঘরের কাছে রাখার সুব্যবস্থা, হাজিদের জন্য গাইডসহ মানসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিলেও মক্কায় পৌঁছার পর দেখা যায় ভিন্ন চিত্র। কাবাঘর থেকে পাঁচ কিলোমিটার দূরে হোটেলে রাখার আশ্বাস দিলেও এখানে পৌঁছার পর তাদের রাখা হয় ১০ কিলোমিটা দূরে।

প্রতিটি রুমে তিনজন থাকার কথা থাকলে ও তা নিয়মভঙ্গ করে গাদাগাদি করে রাখা হচ্ছে পাঁচ-ছয়জনকে। প্রতিদিন খাওয়ার পানির সমস্যাসহ নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী বাংলাদেশি হাজিরা। এ ব্যাপারে মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ৫৬টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দাখিল করা হয়েছে। একইভাবে হজ মিশন থেকে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এটা তদন্ত করানো হচ্ছে। যদি সত্যতা পাওয়া যায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়