শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্যাট্রিয়টের চেয়ে বভার-৩৭৩ শক্তিশালী, দাবি ইরানের

রাশিদ রিয়াজ : ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘বভার-৩৭৩’ তৈরিতে বিদেশি কোনো সহযোগিতা নেওয়া হয় নি, পরিকল্পনা ও ডিজাইন থেকে শুরু করে শেষ ফিনিশিং পর্যন্ত সব কিছুই করেছে ইরানি বিশেষজ্ঞরা। এই প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস-৩০০ এবং মার্কিন প্যাট্রিয়টের চেয়েও উন্নত বলে তিনি জানান।

ইরানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নিজেদের প্রতিরক্ষার প্রয়োজনে দীর্ঘ পাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার এস-৩০০’র চেয়ে বভার-৩৭৩’র পাল্লা বেশি। এটি আরও বেশি দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত, অনুসরণ ও আঘাত হানতে পারে।

তিনি বলেন, বভার-৩৭৩’র সার্চিং রাডারের পাল্লা হচ্ছে ৩২০ কিলোমিটার, ট্র্যাকিং বা অনুসরণের জন্য রয়েছে ২৫০ কিলোমিটারের বেশি পাল্লার রাডার এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

তিনি বলেন, ইরানের বভার-৩৭৩ মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও শক্তিশালী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ক্ষেত্রেও এর কার্যকারিতা বেশি। বৃহস্পতিবার বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়