শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে বিক্রম রাঠৌরকে ব্যাটিং কোচের দায়িত্ব দিলো ভারত

স্পোর্টস ডেস্ক : বিশ্ব কাপ ব্যর্থতা ভুলতে কোচিং স্টাফকে ছাটাইয়ে উঠেপড়ে লেগেছে দলগুলো। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া বাকি সবগুলো দলই মূল কোচসহ কোচিং স্টাফের সবাইকেই ছাটাই করেছে। ভারতীয় দলও বাদ যাচ্ছে না। সেমিফাইনালে বিশ^কাপ যাত্রা শেষ হওয়া কোহলিদের বর্তমান ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় কোহলিদের ব্যাটিং গুরু হিসেবে দায়িত্ব পেয়েছেন বিক্রম রাঠৌর। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।

পেশাগত ক্যারিয়ারে ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দিন খেলেননি রাঠৌর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন মাত্র ৬টি টেস্ট আর ৭টি ওয়ানডে ম্যাচে। তবে কোচ নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়ি জীবনে কে কতটা সফল ছিল সেদিকে নজর দেয়া হয় না। নজর পড়ে পরামর্শক হিসেবে সে কেমন করবে। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার দিক থেকে রাঠৌরের থেকে এগিয়ে ছিলেন না সঞ্জয় বাঙ্গারও।

২০১৪ সাল থেকে পাঁচ বছর ধরে তিনিই ছিলেন কোহলিদের ব্যাটিং কোচ। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটসম্যানদের বাজে ফর্মের দায় বর্তেছে বাঙ্গারের ওপরেই। আর তাই তো তার ওপর বেশ নাখোশ ছিল বিসিসিআই।

ওয়ানডেতে চার নম্বর পজিশনের ব্যাটসম্যান নিয়ে নাকি অহেতুক নানান পরীক্ষা চালিয়েছেন তিনি। নির্দিষ্ট কাউকেই বেছে নিতে পারেননি তিনি। আর সেই চার নম্বর পজিশনের কারণেই বিশ্বকাপে বেশ ভুগেছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়