শিরোনাম

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে গণহত্যা সতর্কতা জারি করলো জেনোসাইড ওয়াচ

আসিফুজ্জামান পৃথিল : বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ জেনোসাইড ওয়াচ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণহত্যা সতর্কতা জারি করেছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও নয়াদিল্লির নানান বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। ট্রিবিউন

জাতিসংঘ এবং এর সদস্যদের প্রতি জেনোসাইড ওয়াচ আহ্বান জানিয়েছে, কাশ্মীরে রযেনো কোনো গণহত্যা সংগঠিত না হয়, সে ব্যাপারে ভারতকে সতর্ক করতে। সংস্থাটি বলছে কাশ্মীর এখন সারা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন। বিক্ষিপ্তভাবে বড় শহরগুলোর সংবাদ মিললেও প্রত্যন্ত এলাকাগুলোর খবর একেবারে অজানা।

বেসরকারি মানবাধিকার সংস্থাটি বলছে, এই এলাকাগুলোতে যদি গণহত্যা সংগঠিত হয়ও তা জানার উপায় নেই। তাই এই এলাকায় আন্তর্জাতিক নজরদারি বাড়ানো অতি জরুরী। তাদের দাবি ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীর উপত্যকায় জাতিগত নিধন এবং বাইরে থেকে আনা সেটেলার বসতি স্থাপনের মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়