শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকঘরানার গান গেয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন সংগীতশিল্পী ‘কিশোর পলাশ

আবু সুফিয়ান : মূলত লোকঘরানার গান গেয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন সংগীতশিল্পী কিশোর পলাশ। নিয়মিতই নতুন গান আর স্টেজ পারফর্ম করে শ্রোতাদের মাতিয়ে রাখছেন এ শিল্পী।

‘ভাঙা তরী ছেঁড়া পাল’খ্যাত এ শিল্পীর নতুন গান ‘পোষা ময়না’। ‘আমার পোষা ময়না কয়না কথা দুঃখ দেয় দিলে, ও পাখি যারে যা, উইড়া যা তুই উইরা যা জঙ্গলে’-এমন কথামালায় গানটি লিখেছেন ও সুর করেছেন কিশোর পলাশ নিজেই। আহমেদ হুমায়ুনের সঙ্গীত পরিচালনায় গানটি প্রকাশিত হতে যাচ্ছে যাচ্ছে জি সিরিজ-অগ্নিবীণার ব্যানারে।

বিকাশ সাহার পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জামশেদ শামীম, কবিতা ও সায়েম। সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গানটি চিত্রায়িত হয়।

গানটি এ প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, “প্রেম-দ্রোহের আবেগঘন রসায়নে গানটির কথাগুলো লেখা। সুরেও সেই প্রবাহমানতা রয়েছে। আহমেদ হুমায়ুন গানটির চমৎকার সঙ্গীত পরিচালনা করেছেন। একইভাবে গানের কথার সাথে মিল রেখে হৃদয়গ্রাহী একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। আশা করছি, সব মিলিয়ে গানটি শ্রোতাদের প্রাণ ছুঁয়ে যাবে।”

আগামী ২২ অগাস্ট জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে বলে জানান কিশোর পলাশ। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়