শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে মোদী

সাইফুর রহমান : ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ফ্রান্স সফরে গেছেন। এই সফরে তিনি ফ্রান্সের বিয়ারিটজে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি ফ্রান্সের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরকে সামনে রেখে মোদী বলেছিলেন,ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এটি আমাদের দুই দেশ এবং বিশ্বের বৃহত্তর শান্তি ও সমৃদ্ধি আরো বাড়িয়ে তুলতে একটি যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।

আমাদের শক্তিশালী দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক অংশিদারিত্ব বিশ্বের জলবায়ু পরিবর্তন,সন্ত্রাসবাদ মোকাবেলাসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সাথে সম্পর্কিত। আমার বিশ্বাস, এই সফর আমাদের পারস্পরিক সমৃদ্ধি,শান্তি এবং অগ্রগতির জন্য মূল্যবান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেবে।
বুধবার ভারতে বিদায়ী ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দ্রে জিগেলার তার বিদায়ী বক্তব্যে বলেন, আমরা বিগত বছরগুলোতে কৌশলগত স্তরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছি। এর মাঝে দুই নেতার মধ্যেও একটি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে।

ফরাসী প্রেসিডেন্টের সাথে মোদী এনিয়ে পঞ্চমবারের মত বৈঠকে মিলিত হচ্ছেন। তিনি ২০১৭ সালে ফ্রান্স সফর করেছিলেন এবং ২০১৮ সালে ম্যাক্রোঁ ভারত সফর করেন। এছাড়া ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে তারা আর্জেন্টিনা জাপানে বৈঠকে মিলিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়