শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিল কুম্বলে প্রধান নির্বাচক হলে বদলে যাবে ভারতীয় দল, বললেন শেবাগ

আক্তারুজ্জামান : এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন সাবেক উইকেটরক্ষক এমএসকে প্রসাদ। যিনি দেশের হয়ে খেলেছেন ১৩ টেস্ট। প্রসাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। তাই এক্ষেত্রে কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলেকেই যোগ্য বলে মনে করেন সাবেক হার্ড হিটার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। তবে এ ব্যাপারে খানিকটা বাস্তববাদীও সাবেক ভারতীয় ব্যাটসম্যান। এ মুহূর্তে প্রধান নির্বাচক পদের যে বেতন-ভাতা, তাতে কুম্বলে এতে আগ্রহী হবেন কিনা সেটা দেখার বিষয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

কুম্বলেকে কেন প্রধান নির্বাচক পদের জন্য ভাবছেন তার ব্যাখ্যাও দিয়েছেন শেবাগ। ‘আমি প্রধান নির্বাচক পদের জন্য কুম্বলেকেই যোগ্য মনে করি। সে এমন একজন ক্রিকেটার যে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলেছে। কোহলি, ধোনিদের কোচিংও করিয়েছে। সুতরাং সে সব দিক দিয়েই এগিয়ে।’
তবে কুম্বলের মতো কাউকে প্রধান নির্বাচকের পদে দেখতে চাইলে বিসিসিআইকে এ পদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে বলে মন্তব্য শেবাগের। ‘এখন প্রধান নির্বাচক পদের যে বেতন, তাতে কুম্বলের মতো কেউ এটি নিতে রাজি হবে কিনা, সেটি নিয়ে সন্দেহ আছে। এই পদের বেতন বছরে এক কোটি। কুম্বলেকে নিতে চাইলে অবশ্যই বেতনের অঙ্কটা অনেক বাড়াতে হবে।’

কুম্বলেকে যোগ্য ভাবলেও নিজে কেন প্রধান নির্বাচকের পদ নিতে আগ্রহী নন সেটাও বলেছেন শেবাগ। ‘স্বার্থ সংঘাত শব্দটাতেই সমস্যা। বুঝতে পারি যদি প্রধান নির্বাচক হই তাহলে নিজের একাডেমি চালাতে পারবো না। তাছাড়া আমি ইদানীং পত্রিকায় কলাম লিখছি, ধারাভাষ্য দিচ্ছি, প্রধান নির্বাচকের পদে গেলে তো সেটাও করতে পারবো না।’ নিজের পেশাগত দায়িত্বের কারনেই নিজে না যেয়ে কুম্বলেকে প্রধান নির্বাচকের পদে পাঠাচ্ছেন শেবাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়