শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ইনজুরি থেকে দ্রুত না ফেরার আহ্বান বেটিসের

শিউলী আক্তার : সম্প্রতি প্রাক-মৌসুম প্রস্তুতির সময় পায়ে চোট পেয়ে লা লিগার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। দেখা যেতে পারে আগামী ২৫ আগস্ট বেটিসের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচকে সামনে রেখে বেটিস খানিকটা মজা করে টুইট করেছে, মেসি যেনো ইনজুরি থেকে তড়িঘড়ি করে না ফেরেন।

লা লিগার বার্সার প্রথম ম্যাচ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে দুইজনই। এমন অবস্থায় বার্সা খুব করেই চাইছে, মেসি যেনো বেটিসের বিপক্ষে ফেরেন। এই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে বার্সা। গতকাল কয়েক সপ্তাহের মাঝে প্রথমবারের মতো পুরোদমে দলের সাথে অনুশীলন করেছেন বার্সা অধিনায়ক। তবে তিনদিন পর বেটিসের বিপক্ষে একাদশে থাকবেন কিনা, সেটা অবশ্য নিশ্চিত করেননি এরনেস্তো ভালভার্দে।

বেটিস অবশ্য মেসির দ্রুত ফেরাটা চাইছে না। তাদের অফিশিয়াল টুইটে বার্সার পোস্ট করা মেসির অনুশীলনের ছবি দিয়ে ক্যাপশন দেয়া হয়েছে, ইনজুরি থেকে ফিরতে যেনো তাড়াহুড়া না করেন মেসি।

শেষবার যখন মুখোমুখি হয়েছিলো বার্সা ও বেটিস, সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। গত মার্চে হওয়া লিগের সেই ম্যাচ ৪-১ ব্যবধানে জিতেছিলো বার্সা। মেসি হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন চোখ ধাঁধানো এক চিপে। সেই গোলে বার্সা সমর্থক তো বটেই, দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন খোদ বেটিস সমর্থকরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়