শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১০:০৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া পুলিশের বিশেষ উদ্যোগ, আক্রান্ত হয়নি কোন পুলিশ সদস্য, হটলাইন নম্বর ০১৭৪১০৯৮৭০০

তাসকিনা ইয়াসমিন : এডিস মশার কামড়ে যেন আর কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয় এ ব্যাপারে মশা নিধন করছে বগুড়া জেলা পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ০১৭৪১০৯৮৭০০ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এ পর্যন্ত এই নম্বরে ১২-১৪ টি স্পটের খবর এসেছে ও সেখানে গিয়ে মশা নিধন কার্যক্রম চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া।

তিনি বলেন, আমরা এ কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত প্রতিদিন কোথাও না কোথাও মশা নিধন কার্যক্রম চালাচ্ছি। ১২ টি উপজেলা এবং শহরের মধ্যে সবখানেই মশা নিধন কার্যক্রম চলছে। শুধু ঈদের দিন ও ঈদের পরের দিন আমরা কোন অভিযানে যাইনি। এছাড়া প্রতিদিন চলছে।

হটলাইন নম্বরে ফোন দিলে এটি রিসিভ করেন কনস্টেবল হারুন রশীদ। তিনি বলেন, আমরা সব সময় প্রস্তুত রয়েছি কেউ তার এলাকায় মশার খবর দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের স্যারের নেতৃত্বে টিম গিয়ে মশা নিধনের জন্য কাজ করছে।

আমাদের থানাগুলো এবং থানার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যেন কোন ধরনের মশা না থাকে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশের পক্ষ থেকে ১২ টি উপজেলার ১২টি থানার জন্য ৪৫টি ফগার মেশিন কেনা হয়েছে। এরমধ্যে ১৫ টি স্প্রে মেশিন ও ৩০টি ফগার মেশিন রয়েছে। কীটনাশক কেনা হয়েছে আড়াই মণ।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেল্প ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, গত ২৪ ঘন্টায় পুলিশ হাসপাতালে ২৪ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত ৮শ ১০ জন রোগী চিকিৎসা দিয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৭৪২ জন রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়