শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে এক ইস্যু নিয়ে পুরা নিয়ম পাল্টানোর পক্ষে নয় কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মালিক

শিউলী আক্তার : নিয়ম না মেনে ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। তারপর থেকেই চলছে বিতর্ক। এই ইস্যু নিয়ে বিপিএলের সব নিয়ম পরিবর্তন করেছে গভর্নিং বডি। অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে নতুন করে চুক্তি করতে হবে। এছাড়া নতুন করে খেলোয়াড়দের কিনতে হবে। যেটি মানছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী নাফিসা কামাল। তিনি মনে করেন এক ইস্যু নিয়ে সব নিয়ম বদল করা যায় না।

একেক করে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল বৈঠক বসেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সাকিবকে রংপুরে সাইন করানোর পরেই শুরু হয় বিতর্ক। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে নতুন সাইকেলে হবে এবারের বিপিএল। তারমানে আগের আসরের কোন ক্রিকেটারকেই দলে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিরা। সবকিছু হবে নতুন সাইকেলে।

বিপিএলের সেই নিয়মের বিরোধিতা করেছে সব ফ্র্যাঞ্চাইজিরা। এবার সেই নিয়মের বিপক্ষে গিয়েছে কুমিল্লাও। ফ্র্যাঞ্চাইজিটির কর্নধার এসব ইস্যু নিয়ে কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। তিনি বলেন গত আসরকে সবচেয়ে সফল বললে সে মডেলটি কেনো বদলাতে হবে বিসিবির? সফল মডেলের পক্ষে নাফিসা কামাল।

নাফিসা বলেন, ‘আমাদের প্রথম বিষয় ছিলো যদি বিপিএলের ইতিহাসে গত আসরটিকে সবচেয়ে সফল বলা হয় তাহলে আমি কেনো সেই মডেলটি বদলাতে যাবো? আমরা ওই মডেলটিই কেনো চালিয়ে যাবো না? আমাদের বোর্ড সভাপতি বলেছেন, বিপিএলে কোনো নিয়ম পরিবর্তন হয়নি। তো আমরা ওনার কথা সম্মান জানাতে চাই। আমরা সফল মডেলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

তিনি বলেন, ‘বলা হচ্ছে, সাইকেল বদলে গেছে। সাইকেল বদলেছে মানে এই না নিয়ম বদলে যাবে। কিছু কিছু পরিবর্তন আসতে পারে, আমার মনে হয় না পুরো কাঠামোই বদলাতে হবে। গত বছর যে কাঠামো ছিলো, সেটা অনুসরণ করলেই কিন্তু এই আসরে সব কাভার হয়ে যায়। রিটেনশনের মধ্যে যদি চার জন করা হয় তাহলে কিন্তু দেশি-বিদেশি সবকিছুই কাভার হয়ে যায়। আমরা শুধু আগের আসর তার আসরের রিটেনশন নিয়ম যেটা ছিলো ওটাই ধরে রাখতে চাচ্ছি। চারজন রিটেনশন আছে, দুই জন বিদেশি সাইনিং আছে।’

বিপিএলের নতুন নিয়মে আইকন ক্রিকেটারদেরও সাইন করানো বৈধতা পাচ্ছে না। বিশ্বকাপ চলাকালীন মুশফিককে তাদের দলে সাইন করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন নিয়মে মুশফিককে পাচ্ছে না কুমিল্লা। নাফিসা মনে করেন একটি ইস্যুর কারণে পুরোটা বদলাতে হবে।

নাফিসা বলেন, ‘মুশফিকের সঙ্গে আমরা চুক্তি করেছি বিশ্বকাপের মাঝে। তামিম তার আগে গেছে খুলনায়। এখন এসব সাজেশন আসছে একটি ইস্যুতে। সেটির জন্য আলাদা সমাধান বের করা উচিত। পুরো কাঠামো বদলানোর প্রয়োজন আছে বলে মনে করি না।’
সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়