শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় বাস থেকে পড়ে কিশোর হেলপার নিহত

নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় মিনিবাস থেকে পড়ে গিয়ে মোহাম্মদ আজাদ (১৪) নামে এক কিশোর হেলপার নিহত হয়েছে।

বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পটিয়া সরকারি কলেজের পূর্ব গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ পটিয়া পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সবজারপাড়া গ্রামের মোহাম্মদ টিপুর ছেলে।

ঘটনার পরপর বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টমেট্রো-ছ-১১-২০৮১ নম্বরের সাফা মারওয়া নামের যাত্রীবাহী বাস থেকে পড়ে যায় আজাদ। রাস্তায় পড়ে কিশোরের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে লোকজন আহত হেলপারকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া বাস মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন জানান, 'বাসটি যাত্রী নিয়ে চট্টগ্রাম শহর থেকে পটিয়া আসে। ওই কিশোর বাসের হেলপার। কী কারণে বাস থেকে হেলপার পড়ে গেছে তা এখনো জানা যায়নি।'

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয় দত্ত বড়ুয়া সুমন জানান, বাস থেকে ছিটকে পরে কিশোরের নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, বাসটির চালক পলাতক রয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়