শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১১:৫৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশ, পরিস্থিতি পর্যবেক্ষণ করবে চীন

তৌহিদ এলাহী দীপ্ত : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশ। বৃহস্পতিবার হতে যাওয়া এই প্রত্যবাসন ঘিরে জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে  মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাবাসনের তালিকাভুক্ত থাকা ২৩৫ রোহিঙ্গা পরিবারের সাক্ষাৎকার শেষ হয়। ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিরা ক্যাম্পে  গিয়ে এসব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেন। দৈনিক সমকাল

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম কক্সবাজারে সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেের প্রত্যাবাসনের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা ২৩৫ পরিবারের রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য্ বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেকোনো সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া সূচনার লক্ষ্যে ৫টি বাস ও ৫টি ট্রাক টেকনাফের শালবন ক্যাম্পে থাকবে। যারা মিয়ানমারে ফিরবেন তাদের মালামাল বহনে এসব পরিবহন রাখা হয়েছে। এই প্রক্রিয়াকে নিরাপদ করতে ক্যাম্প ও সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

টিইডি/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়