শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেনিশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘কুৎসিত’ বললেন ট্রাম্প

সালেহ্ বিপ্লব : গ্রীনল্যান্ড কিনতে চেয়ে ডেনমার্কের প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই তার মেজাজ পুরোপুরি চড়ে গেছে, কী বলতে কী বলছেন নিজেও বোধ হয় জানেন না। তাই অনায়াসেই ডেনিশ প্রধানমন্ত্রী মিট্টি ফ্রেডরিকসেনের বক্তব্যকে ‘কুৎসিত’ বলে ফেললেন তিনি। বিষয়টি প্রচণ্ড ক্ষুব্ধ করেছে ডেনমার্ককে।

বিবিসি জানায়, এই বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। গ্রীনল্যান্ড কিনতে চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার কয়েক ঘন্টা পর এই প্রেস কনফারেন্সে ট্রাম্প স্পষ্টই বুঝিয়ে দেন, তিনি অপমানিত বোধ করছেন।

এর আগে ট্রাম্পের প্রস্তাবের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেনিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্পদসমৃদ্ধ গ্রীনল্যান্ডের নেতা কিম কিয়েসেন পরিস্কারভাবেই ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্টের ডেনমার্ক সফরকে দু’দেশের বন্ধুত্ব উদযাপনের সুযোগ হিসেবেই আমরা দেখছি। ট্রাম্প সফর বাতিল করলেও এতে করে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, এ কথা উল্লেখ করে মিট্টি ফ্রেডরিকসেন বলেন, তার জন্য সফরের পথ সব সময়েই খোলা থাকবে। ডেনিশ প্রধানমন্ত্রী আরো বলেন, এই ঘটনায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এর আগে ডেনিস প্রধানমন্ত্রী ট্রাম্পের গ্রিন্ল্যান্ড কেনার ইচ্ছেকে ‘আজব’ বলে অভিহিত করে বলেছিলেন, এধরনের ক্রয়ের ইচ্ছে হয়ত সিরিয়াস কিছু নয়।

ডেনমার্কের রাণী দ্বিতীয় মার্গারেট আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। ২ সেপ্টেম্বর ট্রাম্পের সফরে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই তিনি গ্রীনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে পরিস্থিতি ঘোলা করে ফেলেন। ডেনমার্কের প্রত্যাখ্যানের পর তিনি সফর বাতিলের ঘোষণা দেন।

ডেনিশ প্রধানমন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। তিনি বলেন, ডেনিশ প্রধানমন্ত্রীর মনে রাখা উচিত ছিলো, তিনি আমার সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ভাষায় কথা বলতে পারেন না, অন্তত আমি প্রেসিডেন্ট থাকাকালে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়