শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেনেড হামলায় জড়িতদের বিচার করবে সরকার, বললেন আ ক ম মোজাম্মেল হক

সমীরণ রায়: ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) আলোচনা সভায় তিনি ২১ আগস্ট নিহতদের বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

অসুস্থতার কারণে মন্ত্রী কথা বলতে না পারায় তার পক্ষ থেকে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য তুলে দেয়া হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল আলম বলেন, ‘বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল ১৯৪৭ সালে। পাকিস্তানের জন্ম ১৪ আগস্ট। সেই থেকেই শুরু বাঙালি জাতিকে দমিয়ে রাখার ষড়যন্ত্র। অনেকগুলো আগস্ট দেখেছি। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালানো হয়। সবশেষ ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়। ১৯৪৭ সালে যে ষড়যন্ত্র শুরু, তা এখনো আছে।’

বিজেআরএফ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেগম শামসুন নাহার ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর-রশীদ হাওলাদার প্রমুখ।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়