শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচপ্রতি ৩৮০ কোটি রূপি চুক্তিতে আগামী চার বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসর পেটিএম

আক্তারুজ্জামান : আগামী চার বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হয়েছে মোবাইল ওয়ালেট সংস্থা পেটিএম। গতবার অর্থাৎ ২০১৫ সালেও এ চুক্তিতে ছিলো তারা। তবে গতবারের চেয়ে এবারের চুক্তিতে বিশাল অর্থ খরচ করতে হচ্ছে পেটিএমকে। প্রতিটি ম্যাচ পিছু ৩.৮০ কোটি টাকা দিচ্ছে পেটিএম। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদ বিবৃতিতে ভারতীয় বোর্ড বিসিসিআই জানিয়েছে, ‘২০১৯-২০২৩ সাল চার বছরে ঘরোয়া ক্রিকেটে ৩২৬.৮০ কোটি টাকা বিড দিয়েছে পেটিএম। ম্যাচ পিছু উইনিং বিড ৩.৮০ কোটি টাকা। যা গত বছরে ছিলো ২.৪ কোটি টাকা। এর অর্থ ৫৮ শতাংশ অর্থবৃদ্ধি ঘটাচ্ছে সংস্থাটি।’

বিসিসিআইয়ের সিইও রাহুল জহুরি এক বিবৃতিতে বলেন, ‘পেটিএম হোম সিরিজে টাইটেল স্পনসর হচ্ছে। দেশের বর্তমান প্রজন্মের অন্যতম একটি প্রথমসারির কোম্পানি পেটিএম। ভারতীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদি গাঁটছড়া বাঁধার ফলে বিসিসিআই-ও খুশি।’

পেটিএম সিইও বিজয়শঙ্কর শর্মা জানান, ‘বিসিসিআইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিত্তিতে সম্পর্কস্থাপন করতে পারায় আমরা বেশ আনন্দিত। প্রতিটি মৌসুমেই ভারতীয় দলের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে চলেছে। ভারতের ক্রিকেটকে ভালোবাসেই পেটিএম এ ধরনের কর্মকান্ডে বারবার নিজেদেরকে জড়াবে বলেও আপনাদেরকে জানিয়ে রাখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়