শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৩:০৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টর্চার করে তারেকের নাম বলানো হয়েছে, বললেন রিজভী

শিমুল মাহমুদ : একুশে আগস্ট হামলার ঘটনায় তারেক রহমানকে উদ্দেশ্যমূলক ফাঁসাতে আসামিদের পিটিয়ে, হাতের নখ তুলে, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে বলেছেন, জোর করে টর্চার করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। এই বিভাজন, বিভেদ সন্ত্রাসের রাজনীতি, তারাই সৃষ্টি করেছেন। তাতে তো মনে হয়, এ ঘটনা তাদেরই পরিকল্পিত ছিল কি না সেটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, সবকিছু তাদের হাতের মুঠোয়। তারা যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু প্রকৃত সত্য ঘটনা সবাই জানে। এটা গভীর নীলনকশার অংশ। এই নীলনকশার সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত কি না সেটাই আজ সন্দেহ দেখা দিয়েছে।

বিএনপির এ মূখপাত্র বলেন, অপরাধ করলে তারেক রহমান দেশ থেকে সরে যেতেন। তিনি তো দেশ থেকে কোথাও যাননি। খালেদা জিয়া শেষদিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার যে সংগ্রাম এ সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রাম। এটা সম্পূর্ণ চক্রান্তের নীলনকশা, মাস্টারপ্ল্যান করেছেন তারা, যারা ক্ষমতাসীন।

রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে না? তাহলে সেজন্য কি আওয়ামী লীগ দায়ী? নাইন ইলেভেনের যে ঘটনা ঘটলো সেখানে তো কেউ বলেনি যে, যারা সরকারে ছিল তাদের কারণে হয়েছে। বিশ্বব্যাপী কতো ধরনের হানাহানি, সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখন কোথা থেকে কী হয়েছে সেটা বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে বের করতে হবে।সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়