শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১০:২৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ শে আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যেও কুসীলবদের অবস্থান

কেএম নাহিদ : ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী। ইতিহাসের সেই কালো দিনের নেপথ্যে যারা কোথায় আছে তারা । সময় টিভি ১৪:০০

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার ওই ঘটনায় ৫২ জনকে আসামি করে বিস্ফোরক ও হত্যার দুটি মামলা করা হয়। বিচার চলাকালেই জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলমের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। ফলে তাদের এ মামলা থেকে বাদ দেয়া হয়েছে।

বাকি ৪৯ আসামির মধ্যে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ৩১ জন বর্তমানে কারাগারে রয়েছেন। এর বাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৮ জন কাগজে-কলমে পলাতক রয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। লুৎফুজ্জামান বাবর বর্তমানে তিনি কারাগারে রয়েছে। গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

আব্দুস সালাম পিন্টু বর্তমানে তিনি কারাগারে রয়েছেন, গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদন্ডে দিয়েছে আদালত।
তাজুল ইসলাম, গ্রেনেড হামলা মামলার রায়ে তাকে মৃত্যু দিয়েছে আদালত। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় আছেন বলে গুঞ্জন রয়েছে।
হারিছ চৌধুরী, গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন শাস্তি দেয়া হয়েছে। বর্তমানে তার অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত নয়।
রেজ্জাকুল হায়দার চৌধুরী, গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যু দেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আব্দুর রহিম, তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক। এ মামলার রায়ে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।

সাইফুল ইসলাম ডিউক, তিনি খালেদা জিয়ার ভাগ্নে, বর্তমানে কারাগারে রয়েছেন। শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। ধারণা করা হয়, তিনি সৌদি আরবে পলাতক আছেন। মোরসালিন ও মুত্তাকিন, বর্তমানে ভারতের তিহার জেলে বন্দি আছে মোরসালিন ও মুত্তাকিন নামে দু’ভাই। এ টি এম আমিন, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। মামলায় তাকে পলাতক দেখানো হয়েছে। সাইফুল ইসলাম সাবেক এ সেনা কর্মকর্তা বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বেরিয়েছে।
এদিকে, দায়িত্বে অবহেলার কারণে ২ পুলিশ প্রধানধান শহুদুল হক, মোহাম্মদ আশরাফুল হুদা ও অতিরিক্ত পুলিশ প্রধান খোদাবক্স চৌধুরীকে দুই বছর করে কারাদন্ডে দিয়েছে আদালত। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। অন্যদিকে, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সাবেক সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান এবং এএসপি আব্দুর রশিদ বর্তমানে কারাগারে আছেন।

আরেক আসামি মালিক মোহাম্মদ হানিফের অবস্থান থাইল্যান্ডে। রায়ে তাকে মৃত্যুদণ্ডে দিয়েছে আদালত। হরকাতুল জিহাদ নেতা জাহাঙ্গীর বদর সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া হরকাতুল জিহাদ নেতা শফিকুর রহমান, আব্দুল হাই, দেলোয়ার হোসেন জোবায়ের ওরফে লিটন, খলিলুর রহমান ও ইকবাল এদের এখনো হদিস নাই। সম্পাদনায় : রাকা চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়