শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাগজের উড়োজাহাজে করে দুঃখ উড়ানোর গল্পে ইরফান সাজ্জাদ ও মৌসুমী হামিদ

মুসবা তিন্নি : ছোট পর্দার দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী মৌসুমী হামিদ ও ইরফান সাজ্জাদ। এই জুটিকে নিয়ে নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ নির্মাণ করেছেন নাটক ‘অথবা একটি উড়োজাহাজের গল্প’ । এটি রচনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি।

নাটকটিতে অমিত চরিত্রে ইরফান সাজ্জাদ এবং নীলিমা চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন- রিফাত চৌধুরী, আনন্দ খালেদ, জুয়েল জহুর, শরীফ ইমন, নীহারিকা প্রমুখ।

এর গল্পে দেখা যাবে, অমিত ও নীলিমা একই বাসের সহযাত্রী। পাশাপাশি সিটে বসা তারা কেউ কাউকে চেনেন না। নীলিমা খেয়াল করেন অমিত মনযোগ সহকারে কাগজ দিয়ে প্লেন বানিয়ে জানালা দিয়ে উড়িয়ে দিচ্ছেন। একজন তরুণকে এমন শিশুতোষ খেলায় মগ্ন থাকতে দেখে বেশ অবাক হয় নীলিমা। একসময় কৌতুহল চেপে রাখতে না পেরে নীলিমা এই প্লেন উড়ানোর কারণ জানতে চায়। অমিত জানায়, ব্যক্তিগত দুঃখগুলোকে আমি কাগজের উড়োজাহাজে করে উড়িয়ে দেই। এসময় অমিত কাগজের উড়োজাহাজ বানাতে বানাতে তার ব্যক্তিগত দুঃখের গল্পটা নীলিমাকে বলে। আর তখন উড়োজাহাজের গল্প নীলিমার মধ্যেও নানা জিজ্ঞাসা তৈরি করে। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অথবা একটি উড়োজাহাজের গল্প ।

এই নাটক প্রসঙ্গে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ আমাদের সময় ডটকমকে বলেন, ‘নাটকটির গল্পে একটি বাস যাত্রার মধ্য দিয়ে মানুষের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ, আশা-ভালোবাসার জীবনঘনিষ্ট কিছু বিষয় দেখানো হয়েছে। এছাড়া বাংলা নাটকে এর আগে কেবল হুমায়ুন আহমেদের একটি নাটকে আমরা একটি চলন্ত বাস ভর্তি অভিনেতা ও অভিনেত্রী দেখেছিলাম , পরবর্তিতে আর কোনো নাটকে তা দেখা না গেলেও এই নাটকে তা দেখা যাবে। যেভাবে জীবনের গল্পটা বলেছি- আশা করছি দর্শকের ভালো লাগবে। শনিবার (২৪ আগস্ট) রাত ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়