শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেডিকেলে চিকিৎসা বিল ১২ লাখ, বিপাকে ঢাবি ছাত্রের পরিবার

মুহাম্মদ ইলিয়াস হোসেন : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বোন ইডেন মহিলা কলেজের ছাত্রী শাম্মীকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আরও খারাপ হওয়ায় নেয়া হয় আইসিইউতে। ২২ দিন আইসিউতে থাকাসহ প্রায় একমাসের চিকিৎসায় বিল হয়েছে প্রায় ১২ লাখ টাকা। এরমধ্যে ধারকর্জ করে সবমিলে সাড়ে সাত লাখ টাকা পরিশোধ করতে পারলেও বাকি টাকা পরিশোধে হিমশিম খাচ্ছে ঢাবির এই প্রথমবর্ষের ছাত্র রেদওয়ানের পরিবার।

এ ব্যাপারে রেদওয়ান ইসলাম বলেন, ‘বোন এখন অনেকটাই সুস্থ। আজকে হয়তো রিলিজ দেয়া হবে। আইসিইউ থেকে কেবিনে দেয়া হয়েছে। প্লাটিলেটও বেড়েছে। তবে হাসপাতালের বিল এসেছে প্রায় ১২ লাখ টাকা।

তিনি বলেন, ‘আইসিইউসহ অন্যান্য খরচ মিলিয়ে এ পরিমাণ বিল এসেছে। ইতিমধ্যে সাড়ে সাত লাখ টাকা ম্যানেজ করে দিয়েছি। তবে বাকি টাকা দিতে গিয়ে সমস্যায় আছি। বাবা সরকারি চাকরি করেন। এতো টাকা দেয়াটা তার পক্ষে কঠিন। ইতিমধ্যে সাড়ে সাত লাখ টাকা পরিশোধ করতে গিয়ে দেনায় পড়েছি। কিভাবে আমরা বাকী টাকা পরিশোধ করবো বুঝতে পারছি না, যদি টাকার পরিমাণ কমানো যেত!’

রেদওয়ানের বোন শাম্মী রাজধানীর ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী। আর রেদওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র প্রথম বর্ষের ছাত্র। সম্পাদনা : আহসান/মুসবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়