শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাটহাজারীতে সড়কের বেহালদশা

মো.আলাউদ্দীন : হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের বড়পীর পাড়া থেকে কাসিমার বটতলী বাজার সংযোগ সড়কের বেহালদশার কারণে চরম দুর্ভোগে আছেন হাজার হাজার মানুষ।

সরেজমিনে জানা যায়, উপজেলার পর্শ্চিম মেখল ইউনিয়নের ৯নং ওয়াডস্থ বড়পীর পাড়া থেকে কাসিমার বটতলী বাজার সংযোগ সড়কের উন্নয়নের কাজ শুরুর প্রায় একবছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাজ শেষ করাতো দূরের কথা সামান্য কাজের পরে বাকী কাজ অসমাপ্ত রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এমন অভিযোগ স্থানীয়দের।
ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া কোমলমতি ছাত্র-ছাত্রীসহ হাজারও মানুষ।

স্থানীয়রা জানান, রাস্তাটির এমন অবস্থায় অসুস্থ হয়ে পড়া রোগীদের হাসপাতালে নিতে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হয়। কোনো ডেলিভারি রোগীকে জরুরি অবস্থায় এ রোড় দিয়ে হাসপাতালে নিতে গেলে এ বেহাল সড়কে গাড়ি আটকে প্রানহানির মতো ঘটনা ঘটে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। তাছাড়া এ সড়ক ব্যবহার করে ছিদ্দিকিয়া ভোট সেন্টারের আশেপাশের এলাকায় যদি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটে যায় তাতেও ফায়ার সার্ভিসের গাড়ি যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারবে না ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

অতি দ্রুত সড়কের কাজটি সম্পন্ন করার জন্য যথাযত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ঐ এলাকাবাসী। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়