শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা মচকে যাওয়ায় ডাক্তার রেস্টে থাকতে বললেও আমি তো বসে থাকতে পারি না, বললেন মেয়র আতিকুল

সুজন কৈরী : ওয়ার্ড ভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতায় চিরুনি অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।মঙ্গলবার অভিযানের উদ্বোধন হয় গুলশানের ডা. ফজলে রাব্বী পার্ক থেকে। উদ্বোধন অনুষ্ঠানে গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে এগিয়ে যান মেয়র। স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে অভিযানের উদ্বোধন করেন তিনি।

হঠাৎ হুইল চেয়ারে বসে অভিযানে কেন- এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, সোমবার ডিএনসিসির মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওই সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ওই অভিযানে গিয়ে পা মচকে যায়। পরে চিকিৎসকের কাছে যাই। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক ১৫ দিনের জন্য পুরো রেস্টে থাকতে বলেছেন। মেয়র বলেন, আমার কর্মী বাহিনীকে মাঠে নামিয়ে দিয়ে আমি ঘরে বসে থাকতে পারি না। এজন্য আমি মাঠে নেমেছি। হুইল চেয়ারে বসেই এডিস মশার লার্ভা ধ্বংসের অভিযানে অংশ নিয়েছি।

সোমবার ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে রাজধানীর মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়