শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১০:৪৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

স্বপ্না চক্রবর্তী : কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার কোরিয়ার সিউলে ১৫টি কোরিয়ান বিজনেস হাউজের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে এ আহবান জানান তিনি।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী কোরিয়ার সিউলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর ও অপার সম্ভাবনার দেশ। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতে অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার সম্ভাবনাময় দেশ, এটি ব্যবসায়ের একটি বড় বাজার। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের ভালো ও দীর্ঘস্থায়ী বন্ধু হিসাবে উল্লেখ করে তিনি তাদেরকে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসা ও এ থেকে অতুলনীয় সুবিধা অর্জনের আহ্বান জানান।

বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে অর্থমন্ত্রী তাদেরকে বাংলাদেশ সফর এবং নতুন উদ্যোগের সন্ধানের আমন্ত্রণ জানান। বৈঠকে অংশ নেয়া কোরিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলো অনুসন্ধানে এগিয়ে আসার আশ্বাস দিয়েছেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়