শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১০:১০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একনেক সভায় সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

হ্যাপি আক্তার : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৪৭০ কোটি ২০ লাখ টাকা। ডিবিসি নিউজ ১৩:০০

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ১২টি (নতুন ও সংশোধীত) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৩ হাজার ১৬৩ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩০৬ কোটি ৭০ লাখ টাকা।

সভায় জাতীয় তথ্য ভাণ্ডারের সাইবার ঝুঁকি ঠেকানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ৩৮ নতুন সফটওয়ারসহ অন্যান্য যন্ত্রাংশ ক্রয় করার জন্য ১৪৬ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করে একনেক সভায়। আর তা বাস্তবায় করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি দপতরে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য সর্বোপরি জাতীয় সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশা করা হয়।

জাতীয় ডাটা সেন্টার ও আর্থিক প্রতিষ্ঠানের অনলাইন সেবাগুলো বিভিন্ন সাইবার আক্রমণে আক্রান্ত হচ্ছে। এসব আক্রমণ থেকে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোগুলো নিরাপদ রাখার জন্য বিসিসির আওতায় বিজিডি ই-গভ. সিআইআরটি প্রতিষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশের আওতায় অর্জনগুলো সুরক্ষিত করার জন্য বিসিসির আইনের কার্যক্রমের আওতায় সাইবার নিরাপত্তা দেয়ার জন্য কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে।

সভায় দেয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একনেকে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সম্পাদনা : রাকা চৌধুরী/মঈন

  • সর্বশেষ
  • জনপ্রিয়