শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইলিয়ামসন ও বোল্ডকে বিশ্রামে দিয়ে টি-টুয়েন্টি দল ঘোষণা নিউজিল্যান্ডের

শিউলী আক্তার : আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ ও তিনটি টি-টুয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর কোনো বিশ্রাম না নিয়েই লঙ্কা সফরের জন্য প্রস্তুতি নিতে হয়েছে কিউই দলকে। টানা খেলার জন্য ক্লান্ত হয়ে গেছেন ক্রিকেটাররা। তার প্রমাণ মিললো চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে। লঙ্কাাদের কাছে প্রথম টেস্ট হেরে। তাই আগামী টি-টুয়েন্টি সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টেন্ট বোল্ডকে বিশ্রামে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন উইলিয়ামসন। তার নেতৃত্বে দল ফাইনালে ওঠেছিলো। যদিও শিরোপা জিততে পারেনি। তবে শিরোপা নির্ধারণ নিয়ে ছিলো অনেক বিতর্ক। চ্যাম্পিয়ন না হলেও উইলিয়ামসনের নেতৃত্বে দুর্দান্ত খেলেছিলো নিউজিল্যান্ড। এছাড়া উইলিয়াসন হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।

উইলিয়ামসন ও বোল্ডকে বিশ্রামে দেয়ার বিষয়ে প্রধান নির্বাচক গাভিন লার্সেন বলেন, ‘দলের জন্য বিশ্বকাপে অসাধারণ অবদান রেখেছে। এটা আমাদের ভালো সুযোগ যে বিশ্বকারে পর আমরা তাদেরকে বিশ্রাম দিতে পেরেছি।’

টিম সৌদিকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে তারা। উইকেটরক্ষক হিসেবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন টিম সেইফার্ট। এছাড়া স্পিন হিসেবে রাখা হয়েছে মিচেল স্যাটনার, ইশ সদি ও টড অ্যাশলেকে।

নিউজিল্যান্ড স্কোয়াড : টিম সৌদি, টড অ্যাশলে, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কলিজেন, ডারয়েল মিচেল, কলিন মুনরো, সেট রেঞ্চ, মিচেল স্যাটনার, রস টেইলর, টিম সেইফার্ট ও ইশ সদি।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের ৯ তারিখ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়