শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের সংগঠিত হওয়ার চেষ্টায় জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’

ইসমাঈল হুসাইন ইমু : আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির নতুন সংস্করণ নব্য জেএমবি প্রকাশ্যে আসতে পারছেনা। মাঝেমধ্যেই ধরা পড়ছে এ সংগঠনের সদস্যরা। তবে এবার আল্লাহর দল নামের আরেকটি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গিরা।

জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র ৪ সদস্যকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একট দল। এ সময় তাদের কাছে ৮টি ককটেল, ৩টি পেট্রোল বোমা, ৫টি ইলেকট্রনিক্স ডিভাইস, দেশীয় অস্ত্র এবং লিফলেট পাওয়া যায়। ডিবি জানায়, নাশকতার পরিকল্পনা নিয়ে শহরের ফৌজাদারীপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিল তারা। আটককৃতরা হলেন, হলেন, মানিকগঞ্জের চরমুকিমপুর গ্রামের আব্দুল হামিদ (৩২), মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের জাহিদুল ইসলাম বাঙ্গাল (২৫), ঝাউবাড়িয়া গ্রামের টিপু পারভেজ (২২) ও ফতেপুর গ্রামের সোহেল রানা (২০)।

এছাড়া গত ৪ মে খুলনায় অভিযান চালিয়ে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ ওরফে ‘আল্লাহর সরকার’ এর তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। নগরীর প‚র্ব বানিয়াখামার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সংগঠনটির খুলনা বিভাগের নায়েক এবং খুলনা ও বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক মো. রাফিউর রহমান রাজিব, জেলা নায়েক হাবিবুর রহমান পলাশ ও সদস্য আব্দুল মান্নান। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, হ্যান্ডনোট ও কর্মপরিধিসংক্রান্ত নোটবুক উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ পরিচালক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ সালেহীন ইউসুফ জানিয়েছিলেন, আটককৃতদের মধ্যে মধ্যে রাজিব ২০১৫ সালে, মান্নান ২০১৭ সালে ও পলাশ গত বছর দলে যোগ দেয়। তারা দলের জন্য কর্মী ও অর্থ সংগ্রহের কাজ করত।

এদিকে গত রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর হাতিরঝিলের ঝিলপাড় এলাকায় অভিযান চালিয়ে আল্লাহর দলের চার সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এরা হলেন, ইব্রাহিম আহমেদ হিরো (৪৬), আবদুল আজিজ (৫০), মো. শফিকুল ইসলাম সুরুজ (৩৮) ও মো. রশিদুল ইসলাম (২৮)। দলটির আমির মতিন মেহেদী এক যুগ আগে গ্রেপ্তার হওয়ার পর হিরোই ভারপ্রাপ্ত আমির বা ‘তারকা’র দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া।

র‌্যাব কর্মকর্তারা জানান, ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম এ সংগঠনটি গড়ে তোলেন। ২০০৪ সালের শেষের দিকে সংগঠনটি জেএমবির সঙ্গে একীভ‚ত হয়েছিল। কিন্তু পরে মতিন মেহেদী জেএমবি ছেড়ে আবার আল্লাহর দল নিয়ে সক্রিয় হন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমরানুল হাসান বলেন, সশস্ত্র সংঘাত ও নাশকতার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে উৎখাত করে উগ্রবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করাই ছিল এই সংগঠনটির লক্ষ্য। ২০০৭ সালে মতিন মেহেদী গ্রেপ্তার হলেও তাকেই আমির হিসেবে মেনে ভারপ্রাপ্ত আমির হিরোর নেতৃত্বে দলটি চলছিল বলে জানান র‌্যাব কর্মকর্তারা। এইচএসসি পাস হিরো গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী। কৌশলগত কারণে ২০১৪ সালে দলটির নাম পরিবর্তন করে আল্লাহর সরকার নামকরণ করা হয়।

হিরো র‌্যাবকে জানিয়েছেন, জঙ্গি সংগঠনটির কার্যক্রম পাবনা জেলা হতে শুরু হয়েছিল এবং বর্তমানে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ কয়েকটি জেলায় সদস্য সংগ্রহ অভিযানে নেমেছিলেন তারা। সদস্য সংগ্রহের জন্য এই জঙ্গিরা ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মাধ্যমে সাংগঠনিক কাঠামো মজবুত করার পরিকল্পনা করেছিল। কারাবন্দি আমির মতিন মেহদীকে প্রিজনভ্যানে হামলা চালিয়ে মুক্ত করার পরিকল্পনা তাদের ছিল বলে র‌্যাব জানিয়েছে।
সম্পাদনা : মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়