শিরোনাম

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে যারা শ্রম, মেধা দিয়ে ভূমিকা রেখেছেন, তাদের খবর কি নেতারা রেখেছেন?

ওয়াহিদ রুবেল : আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে যারা শ্রম, মেধা দিয়ে ভূমিকা রেখেছে, যারা বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার হয়েছিলো, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিলো। দল ক্ষমতায় আসার পর তাদের খবর কি নেতারা রেখেছেন? দলের জন্য ত্যাগ স্বীকার করা কর্মীর ভাগ্য কি পরিবর্তন হয়েছে? কেউ কি মামলার ব্যয় বহন করেছেন? নির্যাতনের শিকার হওয়া মানুষের পরিবারের কাছে কি কেউ গেছেন? জানি যাবেন না, গেলে হয় তো টাকা খরচ হতে পারে! গাড়ির তেল ক্ষয় হতে পারে! নেতাদের মূল্যবান সময় নষ্ট হতে পারে। অথচ দল ক্ষমতায় আসার পর তাদের ভাগ্যের পরিবর্তন আকাশ কুসুম।

যোগ হয়েছে কথিত হাইব্রিড নেতা। যদি কখনো দলের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা হয়, তখন কিন্তু বঞ্চিতরা এসে হাল ধরবে। তাই কষ্টটা এখানেই। যাদের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা সেটি হচ্ছে না। দলের প্রধান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একবার বলেছিলেন, তৃণমূলের নেতা-কর্মীরা দলের প্রাণ। তারা দলের সাথে বেইমানি করে না। বেইমানি করে নেতারা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়