শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতবিরোধী হিংসা ছড়াচ্ছেন কিছু নেতা, ট্রাম্পের কাছে নালিশ মোদীর

রাশিদ রিয়াজ : ​​সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৩০ মিনিট কথা বলার সময় দুটি দেশের মধ্যে নানা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। ঠিক এমনি আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে দিন কয়েক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তবে তা ছিল সময়ের হিসেবে ১০ মিনিট কম। ট্রাম্পকে মোদী বলেন, ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ ছড়াচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পরোক্ষে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবিরোধী হিংসায় প্ররোচনার মধ্যে দাঁড়িয়ে ভারতীয় উপমহাদেশে শান্তি সম্ভব নয় বলেও জোরের সঙ্গে জানান তিনি।

আলোচনার সময় হিংসা ও সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরির উপরে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ক্রস-বর্ডার সন্ত্রাস বন্ধের পক্ষেও সওয়াল করেন তিনি। সেইসঙ্গে দারিদ্র, নিরক্ষরতা এবং রোগব্যাধি মুক্তির লক্ষ্যে বিশ্বের যে কোনও দেশের সঙ্গে ভারত একযোগে কাজ করতে প্রস্তুত বলে তিনি জানান। দুই নেতা ফের একবার দেখা করতে যাচ্ছেন সেকথা বিবৃতিতে জানাল হোয়াইট হাউস। ভারত-পাকিস্তানের অশান্তি যেন প্রশমিত হয়, সেই বিষয়টাতেও জোর দিয়েছেন ট্রাম্প। তবে ভারত-পাকিস্তানের মধ্যস্থতা করার কোনও কথা উল্লেখ করেননি তিনি।

চলতি বছরে জুনের শেষে ওসাকাতে তাদের বৈঠকের কথা তুলে ধরেন৷ ওসাকাতে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে আশা প্রকাশ করেছেন তিনি৷ এই বিষয়ে একের পর এক ট্যুইটও করেছেন তিনি৷ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পাকিস্তান প্রসঙ্গেও ট্রাম্প-মোদীর কথা হয় এবং পাকিস্তানের অ্যান্টি-ইন্ডিয়া কাজকর্মে বিপদ বাড়ছে, এবং ভারত এই ধরণের কাজ বরদাস্ত করবে না বলে মোদী জানান। এদিকে এর আগেই, জম্মু-কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থান স্পষ্ট করেন৷ কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের নিজেদের মধ্যেই সমাধান করা উচিত বলে মনে করেন তিনি৷ নিউইয়র্কে ইউএনএসসির বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেন৷

এর আগে গত সপ্তাহে জাতিসংঘে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও কাশ্মীর নিয়ে বৈঠকের আগে অন্তত ২০ মিনিট কথা বলেন ট্রাম্প ও ইমরান খান। এমনটাই জানান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘ প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোনে এই অঞ্চলের পরিস্থিতি এবং বিশেষত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দুজন মত বিনিময় করেন। ট্রাম্প ও ইমরান খান আফগানিস্তান নিয়েও আলোচনা করেন। টাইমস অব ইন্ডিয়া/এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়