শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা, অবশেষে বিয়ে

ডেস্ক রিপোর্ট  : রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত সেই তরুণীকে অবশেষে বিয়ে করছেন প্রেমিক মাসুদ রানা তান্না। আজ সোমবার রাত সাড়ে ৯টায় সামাজিকভাবে তাদের দেড় লক্ষ টাকা দেন মোহরনা ধার্য করে বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জানা যায়, গত শুক্রবার বিকেলে আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের আবদুল মতিনের ছেলে ও রাজশাহী কলেজের মাস্টার্সের ছাত্র মাসুদ রানা তান্নার বাড়িতে আসেন তার প্রেমিকা। এ সময় বিয়ে করতে রাজি হয় প্রেমিক মাসুদ রানা। পরে কৌশলে তাকে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকে বিয়ের দাবিতে মাসুদ রানার বাড়িতে অনশন শুরু করে। মাসুদ রানা বিয়ে না করলে আত্মহত্যা করা হুমকি দেয় তরুণী।

এ বিষয়ে দফায় দফায় আড়ানী ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে সমঝোতার বৈঠক হয়। প্রাথমিক পর্যায়ে প্রেমিককে পাওয়া না যাওয়ায় চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় চৌকিদার ডাবলু হোসেনের জিম্মায় রাখা হয় তরুণীকে। তিনদিন পর আজ সোমবার রাত সাড়ে ৯ টায় সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হবে।

আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম ও বাঘা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অনশনরত প্রেমিকা বলেন, আড়াই বছর ধরে মাসুদ রানার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মাসুদ রানা। এমনকি সে নিয়মিত আমাকে বিভিন্নস্থানে নিয়ে যেত। অনশনরত থাকা অবস্থায় অবশেষে সামাজিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হবে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, শুনেছি তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে।

উৎসঃ কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়