শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়া ফেলেছে হলিউডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’

রেন্টিনা চাকমা : বিশ্বজুড়ে এবার সাড়া ফেলেছে আমেরিকার চিত্রনির্মাতা কুয়েন্তিন তারান্তিনোর সিনেমা ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ । বক্স অফিসের বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ৩৭৫ থেকে ৪০০ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। রোববার পর্যন্ত সিনেমাটির ঝুলিতে জমা হয়েছে ১৮০ মিলিয়ন ডলারের বেশি। সিনেমাটি গত ২৬ জুলাই আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পায়। ভারতীয় অঞ্চলে এটি মুক্তি পেয়েছে ৯ আগস্ট।

হলিউডের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটি। পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তারান্তিনো নিজেই।

এর আগে কুয়েন্তিন তারান্তিনোর সিনেমা ‘পাল্প ফিকশন’ আয় করেছিল ২১২ মিলিয়ন এবং ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ আয় করে ৩১৬ মিলিয়ন ডলার।

সিনেমাটিতে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট। এ ছাড়াও রয়েছেন আল পাচিনো, ড্যাকোটা ফ্যানিং, লুক পেরি, মারগট রবি, কুর্ত রাসেলের মত হলিউড তারকারা।

কেন্দ্রীয় দুই চরিত্র রিক ডাল্টন ও তার বন্ধু ক্লিফ বুথ চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিট। রিক ডাল্টনের প্রতিবেশী শ্যারন টাটের চরিত্রে অভিনয় করেছেন মারগট রবি।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের অপরাধ ও থ্রিলারের প্রেক্ষাপটকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে । সিনেমাটিতে ষাটের দশকের শেষের হলিউডকে তুলে ধরেছেন তারান্তিনো। নবীন অভিনেতা রিক ডাল্টন আর তার বন্ধু ক্লিফ বুথ হলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লড়াই শুরু করেন। তাদের প্রতিবেশী আমেরিকান অভিনেত্রী শ্যারন টাটেসহ আরো চারজন ১৯৬৯-এর গ্রীষ্মের শেষদিকে নির্মমভাবে খুন হন ম্যানসন পরিবারের হাতে। এই ম্যানসন পরিবারগোষ্ঠী গঠন করেন চার্লস ম্যানসন নামের কুখ্যাত এক খুনি। শোবিজে এক সময় আলোচিত ছিল এই হত্যাকান্ড ও পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়