শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অর্থনৈতিক মন্দার হুমকি বিরাজ করছে, দাবি মায়াবতির

নূর মাজিদ : ভারতের বহুজন সমাজবাদি পার্টির প্রধান মায়াবতি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি আসলে অর্থনৈতিক মন্দার পূর্বসংকেত বলে হুঁশিয়ার করেন তিনি। যা সারা ভারতের উপরে কালো ছায়া ফেলছে। খবর : স্ক্রল ডটইন

তিনি বলেন, অর্থনৈতিক মন্দার হুমকি দারিদ্র, বেকারত্ব, মূল্যস্ফীতি, অশিক্ষা, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, দাঙ্গা-সংঘাতের পাশাপাশি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। গত শনিবার এক টুইট বার্তায় তিনি এই শঙ্কা ব্যক্ত করেন। সেখানে তিনি আরো বলেন, ব্যবসায়ী সমাজ এই পরিস্থিতিতে খুবই উদ্বেগের মাঝে বসবাস করছেন। তাদের উদ্বেগকে বরাবরই (সরকার) নাকচ করে দিচ্ছে। চাকরি চলে যাওয়ার পর অনেক যুবক আত্মহত্যা করছেন। কেন্দ্রীয় সরকারকে এই অবস্থা খুবই গুরুত্ব সহকারে নিতে হবে।

মায়াবতি চলতি সপ্তাহে এমন সময় এই টুইট করেছেন যখন ভারতের গাড়ি নির্মাণ শিল্পের সংকট এবং ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতি সংবাদের শিরোনাম হয়েছে। খোদ কেন্দ্রীয় সরকারও এই অবস্থায় রাজস্ব আয় এবং ভোক্তাচাহিদা কমে আসা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্তমানে ৫ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল। অবশ্য, সরকারের ঘোষিত প্রবৃদ্ধি নিয়েও ভারতের অনেক অর্থনীতিবিদ সংশয় প্রকাশ করেছেন। রাজনৈতিক স্বার্থে অর্থনৈতিক তথ্যাবলী সাজিয়ে পরিবেশনের অভিযোগ করেছেন তারা। পরিস্থিতি সরকারি তথ্যের চাইতেও নেতিবাচক অবস্থানে রয়েছে, বলেই তারা বিশ্বাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়