শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পাঞ্জাবের সুলতেজ নদীর ফ্লাডগেট খুলে পানি ছেড়ে দিলো ভারত, পাকিস্তানে বন্যা আতঙ্ক

আসিফুজ্জামান পৃথিল : পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বন্যা সতর্কতা জারি করেছে। ভারত সুলতেজ নদী এবং আলচি বাঁধ অনির্ধারিত সময়ে খুলে পানি ছেড়ে দেয়ায় এই পরিস্থিতি তৈরী হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের ভূমিতে বন্যা নিয়ন্ত্রণ আর পাকিস্তানকে ‘শায়েস্তা’ করতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত। ডন নিউজ।

সুলতেজ নদীর পানি বিপদ সীমার উপরে উঠে গেলে পাঞ্জাব পিডিএমএ সোমবার সকালে বন্যা সতর্কতা জারি করে। আর খাইবারের পিডিএমএ মহাপরিচালক জানান, ভারত আলচি বাঁধ খুলে দিয়েছে। এটি ছিলো অনির্ধারিত এবং তারা পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনাও করেনি। এরফলে সিন্ধু নদীতে বড় ধরণের বন্যা পরিস্থিতি তৈরী হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। পাঞ্জাব পিডিএমএ বলছেন, সুলতেজের পানি বর্তমান গতিতে বাড়লে প্রদেশটির বিশাল এলাকা অল্প সময়ের মধ্যেই তলিয়ে যাবে। তবে তিনি এও জানিয়েছেন, ইতোমধ্যেই বন্য প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

এছাড়াও বন্য সতর্কতা জারি করেছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি সামলাতে জরুরী বৈঠক ডেকেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। পাঞ্জাব সরকারের কয়েকজন মন্ত্রী সুলতেজের ফ্লাডগেট খুলে দেওয়ায় ভারতের তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ কাশ্মীরে ভারত সুবিধা করতে না পেরে পাকিস্তানের উপর তার প্রতিশোধ গ্রহণ করছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়