শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাংকিংয়ে আবারও উন্নতি হলো স্মিথের

শিউলী আক্তার : কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে এক বছর নিষিদ্ধ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাশেজ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফেরেন তিনি। দলে ফিরেই জানান দিলেন এক বছর জাতীয় দলের সঙ্গে না থাকলেও ফর্ম হারিয়ে যায়নি তার। প্রথম টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এরপরেই উন্নতি হয় আইসিসির র‌্যাংকিংয়েও চার থেকে টপকে ওঠে গেলেন তিনে। দ্বিতীয় টেস্টে সেটাকেও ছাড়িয়ে গেলেন এই ব্যাটসম্যান। ওঠে এলেন দুইয়ে। তারপরেই আছেন বিরাট কোহলি। যদিও একটুর জন্য ছুঁতে পারেননি ডন ব্র্যাডম্যানের ইতিহাস সর্বোচ্চ র‌্যাংকিং।

প্রথম ইনিংসে ৯২ রানের ইনিংস খেললে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। এর মধ্যে অবশ্য হয়ে গেছে অনেক কাণ্ড, কানকাশনে মাঠ ছেড়েছেন। পরে আবার ফিরেছেন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে আর ব্যাটই করতে পারেননি। তবে ৯১৩ পয়েন্ট হয়ে গেছে তার। শীর্ষে থাকা বিরাট কোহলির পয়েন্ট ৯২২।

উইলিয়ামসন নেমে গেছেন তিনে। শীর্ষ দশে বড় পরিবর্তন আছে আরেকটি, গল টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির জন্য আট নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। ক্যারিয়ারে এই প্রথমবারের মতো সেরা দশে উঠে এলেন করুনারত্নে। আর সেঞ্চুরির সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে এসেছেন বেন স্টোকস, ৩০ নম্বরে আছেন জনি বেইরস্টো।

বোলারদের তালিকায় অবশ্য খুব বেশি পরিবর্তন নেই। প্যাট কামিন্স আগের মতোই আছেন সবার ওপরে, লর্ডস টেস্টের পর নিজের জায়গাটা আরও পাকাপোক্ত করেছেন। আর্চার অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েই চলে এসেছেন র‌্যাংকিংয়ের ৮৩ নম্বরে। আরেক ইংলিশ জ্যাক লিচ এসেছেন ৪০ নম্বরে। এছাড়া নয় ধাপ এগিয়ে ৩৬ নম্বরে চলে এসেছেন শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়