শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮৫ লাখ ইউরোতে বার্সা থেকে বায়ার্নে কৌতিনহো

শিউলী আক্তার : আগেই জানা ছিলো বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন ফিলিপে কৌতিনহো। পাড়ি জমাচ্ছেন বায়ার্ন মিউনিখে। তবে আনুষ্ঠানিক চুক্তি হয়নি এতোদিন। আজ সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বার্সা থেকে ৮৫ লাখ ইউরোতে বায়ার্নে যাচ্ছেন কৌতিনহো। দুই ক্লাবেই এই চুক্তির কথা নিশ্চিত করেছে।

ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের বেতনও দিবে তারা। চুক্তিতে ১২ কোটি ইউরোতে স্থায়ীভাবে নেওয়ারও সুযোগ রাখা হয়েছে। বায়ার্নে কৌতিনহো পরবেন গত মৌসুম শেষে অবসর নেয়া আরিয়েন রবেনের ১০ নম্বর জার্সি।ব্রাজিলের হয়ে ৫৬টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন ২৭ বছর বয়সী কৌতিনহো।

লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে ২৭ বছর বয়সী কৌতিনহো বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ক্লাবটির রেকর্ড ১৪ কোটি ২০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে। বার্সেলোনায় সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৬টি ম্যাচে ২১ গোল করা কৌতিনহো দলটির হয়ে জিতেছেন লা লিগার দুটি শিরোপা। তবে দলে বড় প্রভাব রাখতে পারেননি। এবারের দল বদলে আতলেতিকো মাদ্রিদ থেকে ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানকে আনে বার্সেলোনা। চলছে নেইমারকে ফেরানোর চেষ্টাও।

বায়ার্নে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান কৌতিনিয়ো। তিনি বলেন, ‘নতুন একটি দেশে বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে আমার জন্য এটি নতুন চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। বায়ার্নের মতোই আমার লক্ষ্য বড়। আমি আত্মবিশ্বাসী যে আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে লক্ষ্য অর্জন করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়