শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়া বেশি আদায়ের অভিযোগ, এশিয়া লাইনকে জরিমানা

মাহফুজ নান্টু : প্রতি ঈদেই নির্ধারিত ভাড়ার দ্বিগুন ভাড়া রাখার প্রবণতা দেখা যায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া এশিয়া ও তিশা সার্ভিসের বাসগুলোর। তবে এ বছর কোরবানির ঈদে ভাড়া বৃদ্ধির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আড়মোড়া ভেঙ্গে অভিযান চালায় কুমিল্লা ভোক্তা অধিকার অধিদপ্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হওয়ায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাসনগাছা বাসস্ট্যান্ডে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করা ও ভাড়ার তালিকা লুকিয়ে রাখার কারণে ভ্রাম্যমান আদালত এশিয়া পরিবহনকে দশ হাজার টাকা জরিমানা করে।

কুমিল্লা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাসনগাছা বাসস্ট্যান্ডে যৌথ অভিযান পরিচালনাকালে প্রথমে বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বাসে ওঠা যাত্রীদের সাথে কথা বলে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা তদারকি করা হয়। এ সময় নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে না রেখে লুকিয়ে রাখার অভিযোগে এশিয়া লাইনকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের সহকারি পরিচালক মো: আছাদুল ইসলাম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর অমলেন্দু ভাণ্ডারী। এ সময় শাসনগাছা এলাকায় মেয়াদ উত্তীর্ণ কেক বিক্রয়ের অভিযোগে বিসমিল্লাহ কনফেকশনারীকে ৩ হাজার টাকা, আপ্যায়ন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৫ হাজার টাকা, জালালাবাদ হোটেলকে ৫ হাজার টাকা ও ওজনে কারচুপি করায় শাহজালাল ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: আমিন মুনশি

  • সর্বশেষ
  • জনপ্রিয়