শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে সন্তুষ্ট রাখার জন্যই বার্সার নেইমার নাটক!

রাকিব উদ্দীন : নেইমারের বার্সায় যোগদান নিয়ে গুঞ্জন বেড়েই চলছে। ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডকে দলে ভেড়াতে বার্সার প্রতিনিধি দল ফ্রান্সে গিয়েছে বলে জানা গেলেও ব্যাপারটিকে গুজব বলে উড়িয়ে দিলো ফরাসি একটি দৈনিক পত্রিকা ‘লা প্যারিসিয়ান’। তাদের রিপোর্ট বলছে শুধুমাত্র মেসিকে খুশি রাখতেই নেইমারকে নিয়ে নাটক করে যাচ্ছে বার্সেলোনা।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি-নেইমারের দারুণ বন্ধুত্ব। ব্রাজিলিয়ান তারকা ক্লাব ছেড়ে গেলেও সাবেক সতীর্থের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি কারোই। এখন মেসি চান নেইমার আবার বার্সায় ফিরুক।

‘লা প্যারিসিয়ানের’ দাবি, নেইমারের জন্য বার্সেলোনার আলোচনার বিষয়টি মেসিকে খুশি করার জন্য তৈরি করা হতে পারে, ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরাতে সত্যিকার অর্থেই বার্সা কোনো চেষ্টা করছেন না। পত্রিকাটির আরও দাবি, নেইমার নিজেও ক্যাম্প ন্যুতে ফিরতে চান না, তবে তিনি পিএসজিতেও থাকতে চান না।

নেইমারকে ক্লাবে ফেরানোর বিষয়টা বার্সার জন্য খুবই জটিল প্রক্রিয়া এবং সেখানে আর্থিক জটিলতাটাই বেশি। কাতালান জায়ান্টরা নেইমারকে প্রথমে লোনে নেয়ার চেষ্টা করতে পারে বা চুক্তিতে উসমান ডেম্বেলে, নেলসন সেমেডো এবং ইভান রাকিটিচের মতো খেলোয়াড়কে বিনিময় করার বিকল্প রয়েছে।

শুক্রবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে হারের পর বার্সেলোনার আক্রমণে যে সমস্যা রয়েছে তা ফুটে উঠেছে। ফলে এখন কেবল মেসি একা নন যিনি বার্সার জন্য নেইমারের প্রত্যাবর্তন আশা করছেন।

এদিকে, এতোদিন অস্বীকার করে আসলেও নেইমারের বিষয়ে কথা বলতে চায় পিএসজি। গোল ডটকম জানাচ্ছে, নেইমারকে লোনে বা পুরোপুরি ছেড়ে দিতে খোলাখুলি কথা বলতে রাজি ফরাসি জায়ান্টরা। বার্সেলোনা ছাড়াও নেইমারকে দলে পেতে চায় রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবও। নেইমারের দলবদল নিয়ে যখন গুঞ্জন তখন অনিশ্চিত পরিস্থিতিতে পিএসজিও ভিন্ন কৌশল নিয়েছে। তারা দ্বিতীয় সপ্তাহের মতো দলে রাখেনি ব্রাজিলিয়ান তারকাকে।

গত সপ্তাহেও নিমের বিপক্ষে ম্যাচে রাখা হয়নি নেইমারকে। সেসময় বার্সা ও পিএসজির মধ্যে আলোচনা হচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় রোববার রাতে রেনের বিপেক্ষে ম্যাচেও রাখা হয়নি নেইমারকে। কোচ থমাস টুখেল অবশ্য বলেছেন, খেলার জন্য ফিট নন নেইমার। তবে পিএসজি কোচ এটা মেনে নিয়েছেন যে, ক্লাবে ভবিষ্যৎ অনিশ্চিত নেইমারের। টুখেল অবশ্য মনে করেন, ‘যদি পিএসজির শক্তিশালী দলের কথা ধরেন, সেখানে নেইমার অবশ্যই থাকবে।’

সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়