শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা তুলে না নেয়ায় ৬ষ্ট শ্রেণির মাদ্রাসাছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ধর্ষণচেষ্টার মামলা তুলে না নেয়ায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৮ আগস্ট) নির্যাতিত ছাত্রীকে দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে শনিবার রাতে উপজেলার নতিডাঙ্গা আবাসনে বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর ও বেধে রেখে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ছাত্রীর বাবা নতিডাঙ্গা গ্রামের জয়নালের ছেলে লাল্টু (৩৫), মৃত সভা ঘোরামীর ছেলে শরীফুল ইসলাম (৪০) ও মিলনের ছেলে রাজুকে (৩০) আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। ইতোমধ্যে প্রধান আসামি লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্তরা ওই ছাত্রীকে এক মাস আগে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে চুয়াডাঙ্গা আদালতে মামলা করেন।

ছাত্রীর মা জানান, মামলা তুলে নেয়ার জন্য প্রায়ই হুমকি দিতেন আসামিরা। তিন দিন আগেও মামলা তুলে না নিলে তার মেয়েকে ধর্ষণ করা হবে বলে হুমকি দেয় তারা।

ছাত্রীর বাবা জানান, রোববার ছিল ধর্ষণচেষ্টার মামলায় সাক্ষ্যগ্রহণের দিন। এর ঠিক আগের দিন শনিবার রাত সাড়ে ১২টার দিকে লাল্টু, রাজু ও শরিফুল লাঠি-সোটা নিয়ে ঘরে প্রবেশ করে আমাদের মারপিট শুরু করে। এক পর্যায়ে আমাদের স্বামী-স্ত্রী দুজনকে হাত-পা বেঁধে মেয়েকে তুলে নিয়ে যায়। এরপর তাকে গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে বাঁশ বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা ভোরের দিকে মেয়েকে উদ্ধার করি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বলেন, গণধর্ষণের বিষয়টি অবহিত হওয়ার পর আমরা দ্রুত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠাই। একইসাথে নির্যাতিত ছাত্রীর বাবা মামলা দায়ের করার পর আমরা অভিযান চালিয়ে প্রধান আসামি লাল্টুকে গ্রেপ্তার করি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়