শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের অর্থনীতি পত্রিকার সাব এডিটর জিয়ারুল হকের বাসায় চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় আমাদের অর্থনীতি পত্রিকার সাব এডিটর জিয়ারুল হকের ও ব্র্যাকের বাগাতিপাড়া শাখার এরিয়া ম্যানেজার শাহানা পারভীনএর বাসার তালা ও গ্রিল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সোনাপাতিল এলাকায় এ ঘটনা ঘটে। তার স্ত্রী বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক মাহমুদা খাতুন। স্ত্রীর চাকরির সুবাদে সেখানে ভাড়া বাসায় থাকেন।

জিয়ারুল হকের স্ত্রী মাহমুদা খাতুন ও শাহানা পারভীন জানান, ‘তারা দু’জনেই উপজেলার সোনাপাতিল মহল্লায় উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হাফিজুর রহমান বাদশা এর ভবনের তিনতলায় কয়েক বছর থেকে ভাড়া থাকেন। ঈদের ছুটিতে বাসা তালাবদ্ধ রেখে মাহমুদা খাতুন নিজ বাড়ি পাবনার সুজানগর এবং শাহানা পারভীন বগুড়া সদরে যান। ছুটি শেষে শনিবার শাহানা পারভীন বাসায় ফিরে এলে জানালার গ্রিল কেটে চুরি হওয়ার ঘটনা জানতে পারেন। এরপর মাহমুদা খাতুনকে খবর দিলে তিনিও ছুটে এসে তার ঘরের তালা ভেঙ্গে চুরির বিষয়ে নিশ্চিত হন। তাদের দাবি, টিভি, ফ্যান, সোনার গহনা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী খোয়া গেছে। এর আগেও দুবার একই বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন।’ এব্যাপারে জিয়ারুল হকের স্ত্রী বাগাতিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে ভবন মালিক হাফিজুর রহমান বাদশা বলেন, ‘এর আগে তেমন কোন চুরি হয়নি। তবে এবার এক জনের ঘরের জানালার গ্রিল ও তালা খুলে চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে এ ধরনের ছুটিতে গার্ড নিযুক্ত করবো।’

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ডিউটি অফিসার বলেন, ‘অভিযোগ পেয়েছি, অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়