শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার

শিউলী আক্তার : অ্যাশজ টেস্ট দিয়ে শুরু হয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করেছিলো অস্ট্রেলিয়া। এবার সেই তালিকায় দ্বিতীয় দল হিসেবে নাম উঠলো শ্রীলঙ্কার। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয় দিয়েই শুরু করলো দিমুথ করুনারত্নেরা।

২৬৮ রানের লক্ষ্যে ছুটতে থাকা শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষ করে বিনা উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। শেষ দিন ব্যাট করতে নামা দুই ওপেনারের একজন পেয়েছেন শতকের দেখা। অধিনায়ক করুনারত্নের ১২২ রানের ইনিংসটি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছে।

যদিও তার বিদায়ের আগেই সাজঘরে ফেরেন লাহিরু থিরিমান্নে, ব্যক্তিগত ৬৪ রানের মাথায়। উদ্বোধনী জুটিতে আসা ১৬১ রানই দলের জয়ের ভিত গড়ে দেয়। কুশাল মেন্ডিস (১০) এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে ২৩ রান করা কুশাল পেড়েরাও বিদায় নেন। তবে ২৮ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৪ রান করা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ত্যাগ করেন।

নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৪৯ রানে। জবাবে শ্রীলঙ্কা ২৬৭ রানে অলআউট হয়ে যায়। ফলে মাত্র ১৮ রানের লিড পায় লঙ্কারা। ১৮ রানে পিছিয়ে থেকে ২৮৫ তেই গুটিয়ে যায় কিউইরা। লঙ্কাদের সামনে ২৬৮ রানের লক্ষ্য দেয় কেন উলিয়ামসনের দল।
উল্লেখ্য, ২২ তারিখে দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়