শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ স্কাউটস এর প্লাটিনাম মেম্বারশিপ পেলেন ডিএনসিসি মেয়র আতিকুল

সুজিৎ নন্দী : বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন’ এর মেম্বারশিপ পাওয়া অত্যন্ত সম্মানজনক। যারা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নের সাথে জড়িত, যুব উন্নয়নে অবদান রাখেন, সমাজ সংগঠক হিসাবে জনহিতকর কাজ করেন তাদেরকেই বাংলাদেশ স্কাউটসের মেম্বারশিপ দিয়ে সম্মানীত করা হয়।

শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে ‘প্লাটিনাম মেম্বারশিপ’ প্রদান অনুষ্ঠানে এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ একথা বলেন।

`পরিচ্ছন্ন বাংলাদেশ’ বিনির্মাণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাসহ অন্যান্য দুর্যোগকালে উত্তম সেবা প্রদানের লক্ষ্যে ৯টি সংস্থা, বিভাগ ও মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিএনসিসি মেয়রকে এই ‘প্লাটিনাম মেম্বারশিপ’ দেয়া হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিএনসিসি মেয়র তার বক্তব্যে ডেঙ্গু রোগ ও এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ স্কাউটস এর কর্মপরিধি দেশব্যাপী। আমরা এই তারুণ্য ও যোগাযোগ সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশবাসীকে ডেঙ্গু থেকে মুক্তি দিতে পারি। ইতোমধ্যে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম জনমনে স্বস্তির ছাপ রেখেছে। তারা বাড়ি-বাড়ি গিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য জনগণকে সচেতন করছে। তিনি আরো বলেন, বেশ কয়েকটি ওয়ার্ডে তারা শতভাগ বাসা-বাড়ির তথ্য সংগ্রহ করেছে। আমরা এখন থেকে সারা বছর ডেঙ্গু ও এডিস মশার বংশবিস্তার রোধে কাজ করবো, যার একটি পদক্ষেপ হলো আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ইউসুফ হারুন।

সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়