শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরির অভিযোগে বেঁধে রাখা রিকশাচালকের মৃত্যু

নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় চুরির অভিযোগে শিকল দিয়ে বেঁধে রাখার পর এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মৃত জামির হোসেন নেত্রকোনার কালিয়াজুড়ি উপজেলার আসাদপুর গ্রামের প্রয়াত মফিজ মিয়ার ছেলে। শনিবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সমকাল

পুলিশ ও এলাকাবাসী জানায়, রিকশা চুরির অভিযোগে গত বৃহস্পতিবার জামির হোসেনকে হবিবনগর এলাকার বাসিন্দা রিকশা গ্যারেজের মালিক শাকিল আহমদের লোকজন ধরে নিয়ে গিয়ে তার বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে গত শুক্রবার দুপুরের দিকে জামির হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শাকিল।

সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে কিছুক্ষণ পরে আবার তাকে একই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার সকালে পুলিশ শাকিল আহমদকে আটক করেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন বলেন, জামির হোসেনকে যখন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তখন তার বুকে ব্যথা হচ্ছিল। সে সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার্ড করা হয়। প্রায় দুই ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় আবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ওই সময় রোগীর সঙ্গে থাকা লোকজন জানান- যাওয়ার পথে তাদের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে।

এএস/....

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়