শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দেওয়ায় সংখ্যালঘু ইউপি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

ইসমাঈল ইমু : চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের ইউপি সদস্য হৃদয় রঞ্জন মজুমদারের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল ৪ টার দিকে তিতারকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। এ বিষয়ে পুলিশে অভিযোগ করা হলেও কেউ ধরা পড়েনি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪ টার দিকে ইসলামবাদ ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে সন্ত্রাসী একাধিক ঘটনার আসামী লিটন দাসের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ইউপি সদস্য হৃদয় রঞ্জন মজুমদারের ডিস কন্ট্রেল রুমে অতর্কিত হামলা চালায়। এ সময় ডিস কন্ট্রোল রুমের মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যায় এবং সেখানে ব্যাপক ভাংচুর চালায়। এতে বাঁধা দিলে ডিস কন্ট্রোল রুমের ম্যানেজার উত্তম দাসের মোবাইল ও টাকা পয়সা মারধর করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের প্রত্যেকের কাছে অস্ত্র¿ থাকায় স্থানীয় লোকজন এগিয়ে আসতে সাহস পায়নি।

ভুক্তভোগী হৃদয় রঞ্জন মজুমদার জানান, এর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। না দেওয়ায় এই হামলা চালিয়েছে তারা। এ বিষয়ে থানা পুলিশে অভিযোগ করা হলেও এখনো কেউ ধরা পড়েনি। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি দিতে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়