শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০১:৪৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে শফি মিয়া (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফি মিয়া। শফি মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত আদেল মিয়ার ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, শফি শুক্রবার সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে পাট জাগ দিতে যান। এ সময় পাটের মধ্যে থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। কামড় দেওয়ার কিছু সময় পর এক ওঝাঁর কাছে চিকিৎসা নেন শফি। চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ভেবে দুপুরে বাড়ি ফিরে আসেন তিনি।

বাড়ি এসে কিছু সময় পরে কামড়ের স্থান থেকে জ্বালা-পোড়া বেড়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। বেগতিক দেখে তাকে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে সাপে কাটা রোগীর কোনো ওষুধ না থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভেকসিন দেওয়ার এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, সাপে কাটা রোগি হাসপাতালে আসার পর আমাদের কাছে সাপের বিষের কোনো ওষুধ না থাকায় আমরা তাকে ফরিদপুর পাঠাই। তারপরও তাকে বাঁচানো যায়নি।
সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়