শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫টি নতুন শাখা খুলছে সৌদির ভ্রমণ সংস্থা আলমোসেফার

মৌরী সিদ্দিকা : আলমোসেফার সৌদির একটি ভ্রমণ সংস্থা। সংস্থাটি এই বছরের শেষের দিকে ২৫টি নতুন শাখা অনুুমোদন করবে সৌদিতে। আলমোসেফার বলছে, এরা নতুন ওমনি-চ্যানেল পদ্ধতির সঙ্গে এটির আধুনিক জ্ঞানকে সক্রিয়ভাবে শারীরিক জায়গায় নিয়ে যাচ্ছে। আরাবিয়ান বিজনেস

খুচরা দলকে অভিজ্ঞ করতে আলমোসেফার একটি একাডেমি তৈরি করেছে। যা এর অংশ হিসেবে নিয়োগ পদ্ধতি চালনা করবে এবং নিয়োগ প্রার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে তুলবে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আলমোসেফার একাডেমি ভ্রমণ নিয়োগ প্রার্থীদের বিকাশ ও প্রত্যয়নের জন্য ১০ সপ্তাহের একটি প্রশিক্ষণ আয়োজন করবে।

তারা আরও বলে, সেপ্টেম্বরে প্রশিক্ষণ শুরুর সঙ্গে সঙ্গে ইতোমধ্যে ১০ হাজারের বেশি চিঠি এসেছে সৌদি থেকে চাকরির জন্য।
আলমোসেফারের নির্বাহী প্রেসিডেন্ট মোজাম্মিল আহসান বলেন, অনলাইন, ফোন এবং খুচরা শাখার মাধ্যমে ওমনি চ্যানেল যেকোনো সময় সৌদির ক্রেতাদের চাহিদা এবং পছন্দ অনুযায়ী ভ্রমণ বুকিং করছে।

তিনি আরও বলেন, রিয়াদ ও জেদ্দাতে সাফল্যের সঙ্গে শাখাগুলি পরিচালনার জন্য এখন পুরো সৌদিতে মোট ২৫টি খুচরো শাখা খোলা হচ্ছে। জেদ্দা, রিয়াদ, ডামাম, খারজ, জুবাইল, আল আহসা, খাফজি, মক্কা, তাইফ, মদিনা, খামিস মুসাইত, আবহা, বাহাহ, বিশাহ, জিযান, নাজারান, তাবুক আলজুফ, আনাইজাহ, বুরিডাহ, আররাস, হেইল, ইয়ানবু এবং রাগিবসহ একাধিক শহরে আলমোসেফার তাদের শাখা চালু করবে।
তাদের সর্বশেষ তথ্য পেতে মধ্যপ্রাচ্যের দেশ এবং সৌদির জন্য বলা হচ্ছে, টুইটার, ফেইসবুকে লাইক দিয়ে এবং ইউটিউব পেইজ সাবস্ক্রাইব করতে হবে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়