শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নেশাগ্রস্থ বাবার কোপ ঠেকাতে গিয়ে ছেলেসহ প্রতিবেশী জখম

তপু সরকার : উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে রয়েছেন ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে রিপন (১৮) ও প্রতিবেশী বদিউজ্জামান (৫০)। ঘটনার পর এলাকাবাসী ওই ঘাতক বাবাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় বদিউজ্জামানের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে জহির উদ্দিনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী  জানায়, জহির  মাদক সেবনের সঙ্গে জড়িত। মাঝে মধ্যেই টাকা পয়সা নিয়ে তার স্ত্রী রেহেনা বেগমের সাথে ঝগড়া বিবাদ করে। ঘটনার দিন জহির উদ্দিন তাহার স্ত্রীর কাছে টাকা চাইলে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। ছেলে প্রতিবাদ করলে একপর্যায়ে ধারালো রাম দা দিয়ে রিপনকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রতিবেশী বদিউজ্জামান ঠেকাতে গেলে জহির তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।

পরে এলাকাবাসী তাদের দু’জনকে মুমূর্ষ অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে শেরপুর সদর হাসপাতাল থেকে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়