শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতকে নিয়ে সিদ্ধান্ত আসবে, বললেন ফখরুল

হ্যাপি আক্তার : দীর্ঘদিনের সঙ্গী জামায়াতে ইসলামীকে নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে বিএনপি। ২০ দলীয় জোটেও জামায়াতের অংশগ্রহণ এখন নাম মাত্র। ডিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। ডিবিসি নিউজ ১০:০০

কোনো বিশেষ দল বা জোট নয়, খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে হবে বলে মনে করেন মহাসচিব।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, হরতাল দেয়া, রাস্তা-ঘাট বন্ধ করে দেয়ার চেষ্টা করা, এসবে যদি জনগণ সম্পৃক্ত হয় তাহলে ঠিক আছে। কিন্তু শুধুমাত্র কোনো কিছু ভাঙচুর করতে থাকলে তা জনসম্পৃক্ততা থেকে দূরে থাকে। আমরা চেষ্টা করছি আমাদের সাংগঠনিক প্রক্রিয়াকে বাড়িয়ে জনসম্পৃক্ততা সৃষ্টি করতে।

জোটের শরিক জামায়াতে ইসলামীকে নিয়ে দলের অবস্থান তুলে ধরে মহাসচিব বলেন, জামায়াতের সঙ্গে আমাদের যে জোট তার কার্যকারিতা এই মুহূর্তে নেই। আমরা এককভাবে কাজ করছি। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।

১৫ আগস্টের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এটা একটা ঘৃণ্য ঘটনা। এটাকে সমর্থন করার কোনোভাবে প্রশ্নই ওঠে না, কিন্তু সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি রাজনৈতিক দলকে জড়ানো হচ্ছে এবং স্বাধীনতার ঘোষককেও জড়ানো হচ্ছে। এটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছুই না।

দেশের পাশাপাশি কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, কাশ্মীরের যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এই বিষয়ে সকলেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মনে করেন তিনি। সম্পাদনা : আহ্সান/রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়