শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩৬ ঘন্টায় টাইগারদের নতুন কোচের নাম জানা যাবে

মাজহারুল ইসলাম : মাইক হেসন এখন ফ্রি। তাকেই কি বেছে নেবে বিসিবি। বা সবার আগে স্বশরীরে ইন্টারভিউ দেয়া দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। নাকি শেষ মুহূর্তে আলোচনায় আসা মিকি আর্থার কিংবা অন্য কেউ। কে হবেন টাইগারদের নতুন কোচ। গুঞ্জন চারিদিকে। আর জল্পনা-কল্পনা। যাকেই নেয়া হোক, যিনিই মনোনীত হন না কেন, আফগানিস্তানের সাথে টেস্ট শুরুর আগেই কোচিং শুরু করবেন নতুন কোচ। বিসিবির ২শীর্ষ পরিচালক এবং কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে বিশেষভাবে সম্পৃক্ত মাহবুব আনাম ও জালাল ইউনুস শুক্রবার সন্ধ্যায় সে কথা আবারো জোর দিয়ে বললেন।

মাহবুব ও জালাল বলেন, আমরা আশা করছি রোববার নাগাদ কোচ চূড়ান্ত করে ফেলবো এবং নতুন কোচ আফগানিস্তানের সাথে টেস্ট শুরুর আগেই ক্রিকেটারদের অনুশীলন করাবেন।

তাই এখন প্রশ্ন সেই নতুন কোচ কে। তা নিয়ে সর্বোচ্চ সতর্ক ও সাবধানি বোর্ড পরিচালকরা। তারা আগেই জানিয়েছেন, নতুন সম্ভাব্য কোচদের নাম ধাম আগে ভাগে মিডিয়ায় চলে আসলে জটিলতা বাড়ে। যাদের সাথে বিসিবির বার্তা হচ্ছে বা হয়েছে, তাদের পক্ষ থেকেই নাম প্রকাশ করতে না করা হয়েছে। সেটাও যৌক্তিক কারণে। ৩/৪ জনের মধ্যে শেষ পর্যন্ত একজনই চূড়ান্ত করা হবে।
শুক্রবার সন্ধ্যায়ও সম্ভাব্য কোচদের নামধামের ব্যাপারে মুখ খুলেননি মাহবুব আনাম ও জালাল ইউনুস। প্রশ্ন ছিলো, ভারতীয় ক্রিকেট বোর্ড তো মাইক হেসনকে কোচ হিসেবে বেছে নেয়নি। রবি শাস্ত্রীকেই পুর্ণবহাল রেখেছে। তাহলে কি হেসনের ব্যাপারে বাড়তি উৎসাহ দেখাবে বিসিবি। তাকে কি ইন্টারভিউ দিতে ঢাকায় দেখা যাবে।
মনে হচ্ছিল, তারা দুজনই বলবেন- হ্যাঁ, এখন তো হেসনের ইন্টারভিউ দিতে আসাই স্বাভাবিক। কিন্তু জালাল ও মাহবুবের কেউই ওমন কথা বললেন না।
দুজনার সাবধানি উচ্চারণ, আসলে মাইক হেসনের সাথে আমাদের মানে বোর্ডের কথা হয়েছে। তবে তার সাথে মূল যোগাযোগ ও কথাবার্তা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। হেসনের ব্যাপারে বোর্ড প্রধানই ভাল বলতে পারবেন। তবে কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত মাহবুব আনাম ও জালাল ইউনুস এর বেশি কিছু না বললেও ভেতরের খবর, ইন্টারভিউ দিতে আসবেন কি আসবেন না, সেটা মাইক হেসনই স্থির করবেন। হেসনের নিজের গরজ ও উৎসাহ আগ্রহটাই আসল। এখন তিনি আসলে বাংলাদেশের কোচ হতে আদৌ কতটা আগ্রহী, বোর্ডের অভ্যন্তরে সে প্রশ্নও উঁকি ঝুকি দিচ্ছে।

এদিকে এটা নিশ্চিত যে, মাইক হেসনের বাংলাদেশের কোচ হওয়া না হওয়া পুরোপুরি নির্ভর করছে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ওপর। তিনি যদি আগামী কাল ও পরশুর মধ্যে নিজে কথা বলে সব কিছু চূড়ান্ত করে ফেলেন, তাহলে ভিন্ন কথা।

না হয়, রাসেল ডোমিঙ্গোর সাথে কথা বার্তা ও রফা হয়েই আছে। তার সাথে সব কিছু প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২৪ বা ৩৬ ঘন্টায় অতিনাটকীয় কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকান ডোমিঙ্গোই সম্ভবত হবেন টাইগারদের নতুন কোচ।

সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়